শ্রীবরদীতে রক্তসৈনিকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘শ্রীবরদী রক্তসৈনিক’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়-মাস্ক বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকালে রক্তসৈনিক বাংলাদেশের শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার হালগড়া সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রীবরদী রক্তসৈনিকের সভাপতি সাজিদ হাসান শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু, বিশেষ অতিথি হিসেবে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। ওইসময় রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ দিন ওই এলাকার বিনা মূল্যে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। পরে অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী ধামাহাটা বাজারে করোনা সচেতনা মূলক প্রচার ও বাজারের মানুষের মাঝে রক্তসৈনিক বাংলাদেশের পক্ষ হতে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। Related posts:গজনীতে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, ওয়াটার কিংডম ও প্যারাট্রবা উদ্বোধন করলেন জেলা প্রশাসকঝিনাইগাতীতে মানুষ ও হাতির ‘দ্বন্দ্ব’ নিরসনে কর্মশালা অনুষ্ঠিতজাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে নকলায় আলোচনা সভা Post Views: ২৩৫ SHARES শেরপুর বিষয়: