সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে কচুরিপানা পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের সুজা আহমেদের ছেলে। স্থানীয় সুত্র জানায়, সোহেল মিয়া দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় আলম মিয়ার পুকুরে কচুরিপানা পরিস্কার করতে যান। আগে থেকেই বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ে বিদ্যুতায়িত ছিলো। সোহেল পানিতে নামার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষে আহত ১০, আটক ২ ॥ নিখোঁজ ৩প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যাজামালপুরে শিশু হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড Post Views: ২৭৮ SHARES সারা বাংলা বিষয়: