শেরপুরে জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের কালিগঞ্জ এলাকায় আয়োজিত ওই টুর্ণামেন্টে স্বাগতিক আতিক ফেডারেশন একতা সংঘ একাদশ টাইব্রেকারে রামকৃষ্ণপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৩-০ গোলে জয়ী হয় আতিক ফেডারেশন একতা সংঘ একাদশ।
পরে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। সোনার বাংলা যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজুমুল ইসলাম, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসআরডি আলম, অনির্বাণ তরুণ সংঘের সভাপতি কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুজন, সহ-সভাপতি জামান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব হাসান রুবেল, প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক, মঞ্জুরুল হক মিঠু, মোবারকপুর ছাত্র-যুব সংঘের সাধারণ সম্পাদক ফরসা মিয়া, সোনার বাংলা যুব সংঘের উপদেষ্টা আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কাকন, সাংগঠনিক সম্পাদক মাহিন আহমেদ বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন রেফারি ডিভিশন মারাক। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়।