নকলায় ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রান্সে মহানবী হযরত সুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন ও মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে শেরপুরের নকলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ৩১ অক্টোবর শনিবার সকালে নকলা বায়তুল আমান কাচারী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘দুনিয়ার মুৃসলিম এক হও লড়াই কর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান’ শ্লোগানে ব্যানার, ফেস্টুনসহ বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নকলা হল মোড়ে গিয়ে জমায়েত হয়।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারি আব্দুল জলিল, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল জলিল কাসেমি, দারুল উলুম নকলা মাদরাসা মোহতামিম মুফতি আনসারুল্লাহ, নকলা ধানহাটা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা উসমান গণি প্রমুখ। সমাবেশে বক্তাগণ ফ্রান্সের পণ্য বর্জনসহ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ফ্রান্সের পক্ষ ত্যাগ ও ফ্রান্সের পতাকা উত্তোলন না করার আহবান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেয়।