আমি ক্লান্ত, আমি মুক্তি চাই : মেসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : লিওনেল মেসির সময়টা খারাপ যাচ্ছে। বার্সেলোনার সঙ্গে ঝামেলা এখনও মেটেনি। তার ওপর একের পর এক অভিযোগ শুনতে শুনতে তার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। পরিস্থিতি এমন হয়েছে যে, অন্য খেলোয়াড়ের ব্যর্থতার দায়ও তার ওপর চাপছে! বার্সার ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ন্যু ক্যাম্পে এসেই বিশ্বকাপজয়ী তারকা নিজেকে হারিয়ে ফেলেছেন। আর এর পেছনে দায় নাকি মেসির! গ্রিজমানের চাচা ইমানুয়েল লোপেজ একটি ফরাসি পত্রিকাকে বলেছেন, ‘আমরা জানতাম বার্সেলোনায় গিয়ে প্রথম প্রথম গ্রিজমান খুব ভালো করতে পারবে না। ভেবেছিলাম এমন অবস্থা ছয় মাসের বেশি স্থায়ী হবে না। কিন্তু দেখলাম, পুরো মৌসুমই গ্রিজমানকে লড়াই করতে হলো। আসলে মেসির পাশে খেলাটা খুবই কঠিন একটা কাজ। আমরা সবাই জানি, ভেতরে-ভেতরে কী হয়! মেসি অনুশীলনে একেবারেই খাটতে চায় না। বার্সেলোনার অনুশীলন প্রক্রিয়াটিই বিশেষ কিছু খেলোয়াড়কে খুশি করতে বানানো।’ স্পষ্টই বোঝা যাচ্ছে যে, গ্রিজমানের এই অবস্থার জন্য মেসিকেই দায়ী করা হচ্ছে। মেসি যেহেতু চান না গ্রিজমান বার্সেলোনায় ভালো করুক, তাই পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যেন গ্রিজমান ভালো করতে না পারেন। তবে এমন অভিযোগ শুনে বেজায় চটে গেছেন মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে পেরুর বিপক্ষে ম্যাচ শেষে বার্সেলোনায় ফিরে তিনি কড়াভাবে বলেছেন, ‘আমি সত্যি সত্যি এসব বানোয়াট অভিযোগের জবাব দিতে দিতে ক্লান্ত। আমি এর থেকে মুক্তি চাই।’ Related posts:আফগানিস্তান নয়, উইকেটই যখন প্রতিপক্ষ টাইগারদের!নেইমারদের স্বপ্ন চূর্ণ করে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখশেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন Post Views: ৩২৮ SHARES খেলাধুলা বিষয়: