গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ অনলাইন ডেস্ক : কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত ৪টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। আজ (শনিবার) বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মাওলানা গোলাম সরোয়ার সাঈদী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, তিনি সুবক্তা ও ওয়ায়েজ ছিলেন। গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। Related posts:নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীময়মনসিংহ সিটি নির্বাচনে বিপুল ভোটে টিটু ফের মেয়র'শিশুবক্তা' রফিকুল ইসলাম আটক Post Views: ২৮৬ SHARES জাতীয় বিষয়: