জামালপুরে ফুট ব্রীজের এপ্রোচ ও গাইডওয়াল নির্মানের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার মৌহাডাংগা এলাকায় ফুট ব্রীজের এপ্রোচ ও গাইডওয়াল নির্মান এবং এডিপির অর্থ আত্মসাতে জড়িতদের শাস্তির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। ২৩ নভেম্বর সোমবার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মৌহাডাংগা এলাকায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন মৌহাডাংগা গ্রামের রফিকুল ইসলাম, উজ্জ্বল মিয়া ও মাহাতাব উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা জানান, ২০১৫ সালে মৌহাডাংগা এলাকার গবাখালী খালের উপর ১২ মিটার একটি ফুট ব্রীজ নির্মান করা হয়। নির্মানের পর ২০১৬-১৭ অর্থ বছরে সেই ব্রীজের এপ্রোচ ও গাইড ওয়াল নির্মানের জন্য এডিপির আওতায় ৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ৪ বছর পরেও সেখানে কোনো এপ্রোচ ও গাইড ওয়াল নির্মান না হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। মানববন্ধনে প্রকল্পের অর্থ আত্মসাতের সাথে জড়িতদের শাস্তি এবং ব্রীজের এপ্রোচ ও গাইড ওয়াল নির্মানের দাবি জানান এলাকাবাসী। Related posts:সরিষাবাড়ীতে রহস্যজনক শিশুর মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার৩০ জুনেই হবে এইচএসসি পরীক্ষাশেরপুরের বিশিষ্ট সংগঠক আমজাদ হোসেন আর নেই Post Views: ২৩৫ SHARES Uncategorized বিষয়: