জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের সেংগুয়া গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খলিল মিয়া (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে আটক করে র্যাবের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র্যাব অভিযুক্ত ওই কাঠমিস্ত্রিকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা অবস্থা থেকে আটক করে র্যাব-১৪ জামালপুরের আভিযানিক দল। অভিযুক্ত ধর্ষক খলিল ওই ইউনিয়নের আলী নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে। ধর্ষিতা তুলশীপুর গার্লস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, বাড়িতে লোক না থাকায় সোমবার রাত ৯ টার দিকে সেংগুয়া গ্রামের ওই স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ করে কাঠমিস্ত্রি খলিল। এ সময় ধর্ষিতার চিৎকারে খলিলকে হাতেনাতে আটক করে প্রতিবেশীরা। পরে খলিলকে সারা রাত বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে বেঁধে রেখে র্যাবকে খবর দেওয়া হয়। আজ দুপুরে ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত খলিলকে আটক করে র্যাব। র্যাব-১৪ সূত্র জানায়, খবর পেয়ে অভিযুক্ত খলিলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে বাড়ির পাশে কাঁঠাল গাছে বেঁধে রেখেছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। Related posts:নান্দিনায় পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজজামালপুরে বিজিবির হাতে প্রায় ৯ লাখ টাকার মাদক উদ্ধারযার ঘরে রিলিফের মাল পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে ॥ মির্জা আজম এমপি Post Views: ২৭৭ SHARES সারা বাংলা বিষয়: