ঝিনাইগাতীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে বিকেলে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অনেকেই। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীগণ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। Related posts:ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদানশেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিশেরপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন Post Views: ২৫৬ SHARES শেরপুর বিষয়: