ঝিনাইগাতীর জমেনা নিখোঁজ হওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার মেয়ে মর্জিনা-ভাই আবজাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ নিজস্ব সংবাদদাতা ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের খামারপাড়া গ্রামের জমেনার নিখোঁজ বিষয়ে দু একটি পত্রিকায় ভুল সংবাদ প্রকাশের করায় এক সংবাদ সম্মেলন করেছেন জমেনার মেয়ে মর্জিনা ও ভাই আবজাল। ২১ নভেম্বর শনিবার দুপুরে আবজালের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মর্জিনা ও আবজাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, মর্জিনা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় জামেনা বেওয়ার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন। যাহার জিডি নং- ৩১৪, তারিখ- ১১/০৬/২০২০ ইং। তারা আরো বলেন, প্রকৃত পক্ষে জমেনা বেওয়ার সাথে বিল্লাল হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত পরিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বিল্লাল হোসেন জমেনা বেওয়াকে গুম করতে পারে বলে তাদের সন্দেহ হওয়ায় আদালতে একটি গুম মামলা করেছেন। মামলাটি বর্তমানে ঝিনাইগাতী থানায় তদন্তাধীন রয়েছে। যাহার মামলা নং- ৩৮/২০২০। তারা আরো বলেন, ইতিমধ্যেই দু একটি পত্রিকায় জমেনা বেওয়া মানসিক প্রতিবন্ধী হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছেনা এবং মর্জিনার মামা আবজালের নাম জড়িয়ে ভুল সংবাদ প্রকাশ করেছেন। প্রকৃত পক্ষে আবজাল মামলা মোকদ্দমার সাথে জড়িত নহে। কে বা কাহারা তিনানী এলাকার কিছু অতি উৎসাহী লোক ওই পত্রিকার সংবাদদাতাকে ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মামলাটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন বাদী মর্জিনা। Related posts:শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউনঝিনাইগাতীতে বিনামূল্যে মাস্ক বিতরণগারো পাহাড়ি সীমান্তে ভারতীয় চোরাই জিরা, চিনি, কসমেটিকসহ আটক ১ Post Views: ২১৬ SHARES শেরপুর বিষয়: