নকলা থানার নবাগত ওসি মুশফিকুর রহমানের যোগদান

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মুশফিকুর রহমান ১৮ নভেম্বর বুধবার যোগদান করেছেন। তিনি বদলি জনিত কারনে সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমগীর হোসেন শাহ এর স্থলাভিষিক্ত হলেন। মো. মুশফিকুর রহমান নকলা থানায় ওসি হিসেবে যোগদানের আগে ময়মনসিংহ কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, মো. মুশফিকুর রহমান ২০০৫ সালে পুলিশ বিভাগের এস.আই হিসেবে প্রথম কর্ম জীবন শুরু করেন। চাকরি জীবনের শুরুতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় শিক্ষানবিশ হিসেবে কাজে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ থানায় তিনি এস.আই হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। এস.আই মুশফিকুর রহমান ২০১৭ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান এবং দীর্ঘদিন অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
ওসি মো. মুশফিকুর রহমান জানান, নকলায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাস, জুয়া খেলা, বেদখল, পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে নকলা উপজেলাবাসীকে নিরাপদ রাখতে তিনি বদ্ধপরিকর। তাছাড়া যেকোন গুজব প্রতিরোধে, গ্রেফতারী পরোয়ানা তামিলকরাসহ করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণরোধে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বাড়ানো, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর কর্মতৎপরতা বৃদ্ধিকরা তাঁর নিয়মিত কাজের অংশ হিসেবে থাকবে বলে তিনি জানান। তিনি বলেন- পুলিশি সেবা জনগনের নিকটে পৌঁছে দিয়ে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে প্রমান করতে চাই যে, ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ তবে এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা অতিজরুরি বলে তিনি মনে করেন।