মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ জামালপুর প্রতিনিধি ॥ দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলায় জামালপুরে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার দুপুর ১টায় শহরের বানিয়া বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন। শুরু করা হয়। এ সময় শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ার কারনে ৫জনকে ১৪শ টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন জানান, দ্বিতীয় দফা করোনা ভাইরাসের সংক্রমরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের নির্দ্দেশে শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহাত থাকবে। Related posts:বকশিগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যাবঙ্গবন্ধু মানেই বাংলাদেশ : জামালপুরের মির্জা আজমযুবলীগ নেতা হত্যা মামলায় লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৪ জনের যাবজ্জীবন Post Views: ২৩৭ SHARES সারা বাংলা বিষয়: