মা-বাবাকে হারিয়ে শেখ হাসিনার সাথে জনগণের কল্যাণে কাজ করতে নেমেছি ॥ মতিয়া চৌধুরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ মাহফুজুর রহামান সোহাগ ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী ২৫ নভেম্বর বুধবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে সোলার বিতরন অনুষ্ঠানে বলেছেন, মা বাবা সবাইকে হারিয়ে শেখ হাসিনা জনগনের কাজে নেমেছেন। ওইসময় তিনি বলেন, এই সোলার এটি সূর্যের হাসি। সুর্যের হাসির মতই আলো দিবে। আগুন, পানি এগুলি থেকে সাবধান থাকবেন। এখন প্রতিটি বাড়ীতে টিউবওয়েল আছে। পানিতে ডুবে এখন আর শিশু মৃত্যু হয় না। বিশেষ করে কলেরা, বসন্ত নানা রোগ মানুষ জয় করেছে। এগুলির সেবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কাছে পৌছিয়ে দিচ্ছেন। ওইসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতশ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা বানু হত্যার বিচারের দাবিতে মানবন্ধনশেরপুরের শ্রীবরদীতে মাদকসহ নারী আটক Post Views: ২৬৭ SHARES শেরপুর বিষয়: