শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২২ নভেম্বর রবিবার রাতে উপজেলার সীমান্ত সড়কের চায়না মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাশেম সীমান্তবর্তী তারানী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্ত সড়কের চায়না মোড় থেকে আসলামের বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। ওইসময় বিক্রির উদ্দেশ্যে আনা ১৫৫ পিস ইয়াবাসহ আবুল হাশেমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, হাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:নকলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিতশ্রীবরদীতে ব্যাটারির হুক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুশ্রীবরদী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলামের মায়ের ইন্তেকাল Post Views: ২৮৭ SHARES শেরপুর বিষয়: