শেরপুরের নালিতাবাড়ীতে কোচ সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা খলচান্দা কোচ নৃ-গোষ্ঠী পল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার দিনব্যাপী কারিতাস ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী উপজেলা কার্যালয়ের আয়োজনে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক রমেশ কোচ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোচ সম্প্রদায়ের গবেষক যুবরাজ কোচ। শিক্ষক পরিমল কোচের সঞ্চালনায় কোচ নৃ গোষ্ঠীর বর্ণাঢ্য সংস্কৃতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সচেতন ও উৎসাহমুলক বক্তব্য রাখেন কারিতাস এলআরডি প্রকল্প সুপারভাইজার সনদ দ্রং। এতে স্থানীয় কোচ নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। Related posts:সীমান্তে হাতি হত্যায় শেরপুরে এই প্রথম মামলাশ্রীবরদীর ৯টি ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারাশ্রীবরদীতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা Post Views: ২৮১ SHARES শেরপুর বিষয়: