শেরপুরে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটও অতিরিক্ত জেলা ও দায়রা জজ’র আগমন উপলক্ষে সংবর্ধনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা আইনজীবি সমিতির আয়োজনে ১৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় শেরপুর জেলা আইনজীবি সমিতির তৃতীয় তলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম হুমায়ুন কবির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনার শুভ আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা আইনজীবি সমিতির বার বার নির্বাচিত সফল সভাপতি এডভোকেট আলহাজ্ব এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শেরপুরের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল। এ সময় জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, কার্যকরী কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট আলহাজ্ব তৌহিদুর রহমান, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট মাহবুবুল আলম রাকিব, বর্তমান কমিটির সহ সাধারণ সম্পাদক এডভোকেট রেদুয়ানুল হক আবির সহ বিজ্ঞ জজ কোর্ট ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারকগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসী তার বক্তব্যে বলেন মহামারী করোনা দূর্যোগকালীন সময়ে সারা দেশের আদালত সমূহে স্বাভাবিক বিচার কার্য যখন প্রায় বন্ধ ছিল বিচারহীন অবস্থায় যখন আসামীরা কারাগারে আটক ছিল তখনই শেরপুরের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভার্চুয়াল আদালতের মাধ্যমে শেরপুরের ম্যাজিষ্ট্রেসী স্বাভাবিক কার্যক্রম ভার্চুয়াল অব্যাহত রেখে বিচার প্রার্থী হত দরিদ্র মানুষের মাঝে ন্যায় বিচার পৌছে দেন। তাছাড়া মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিজে, বিজ্ঞ আইনজীবি, বিজ্ঞ বিচারকবৃন্দ এবং আদালত সংশ্লিষ্ট সকলকে ভার্চুয়াল আদালত পরিচালনার ব্যাপারে সম্যক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তুলেন। এ জন্য জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম হুমায়ুন কবিরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি আরো বলেন জাষ্ট্রিজ অব দ্যা পীচ হিসেবে হত দরিদ্র মানুষের মধ্যে মালিকানা বিহীন হাজার হাজার কেজি চাল পৌছে দেওয়ার মাধ্যমে মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট যে অনন্য ভূমিকা পালন করেন এজন্য তিনি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেসী এবং জেলা বারের মধ্যে চমৎকার এবং সহযোগীতা মূলক আন্তরিক পরিবেশ বিদ্যমান বলেও জেলা আইনজীবি সমিতির সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন। অপরদিকে একই মঞ্চে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবির, সিনিয়র সহকারী জজ মোঃ শহিদুল ইসলাম ও সহকারী জজ সুলতানা সুমির বদলী জনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবি সমিতির আয়োজনে সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল শেরপুরের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম হুমায়ুন কবির। আলোচনা শেষে বিদায়ী অতিথিদেরকে জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা বারের সভাপতি এডভোকেট আলহাজ্ব এ.কে.এম মোসাদ্দেক ফেরদৌসী। এ সময় বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ, আইনজীবি সমিতির সিনিয়র বিজ্ঞ আইনজীবিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে কোভিড ১৯ নভেল করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম.কে মোরাদুজ্জামান। Related posts:শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ডডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমান শেরপুরে আগমন উপলক্ষে বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছাডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা Post Views: ৪৪৪ SHARES শেরপুর বিষয়: