শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান কর্মসূচি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে গণঅবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ অক্টোবর শনিবার সকালে শহরের ডিসি গেইট মোড়ে এ কর্মসূচি পালিত হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, আদিবাসী নেতা মনিন্দ্র চন্দ্র, জেলা আমাদের আইনের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল, ইন্দ্রজিৎ চাকী, শান্ত রায়, ইমতিয়াজ চৌধুরী শৈবাল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মলয় চাকী। Related posts:শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক শওকত নির্বাচিতশেরপুরে হিজড়াদের লাশ দাফনে কবরস্থান নির্মাণের ঘোষণা দিলেন এসপিশেরপুরে ৬ কেজি ওজনের শিশুর জন্ম Post Views: ৩০৭ SHARES শেরপুর বিষয়: