শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় কারিতাস সিড্স-এসএফ কর্মসূচির উদ্যোগে “দুর্নীতিমুক্ত সমাজগঠন ও গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ হল রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কারিতাস সিড্স-এসএফ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেম্বার, ইউপি সচিব, আত্ননির্ভরশীল দলের সদস্য, সংলাপ ফোরামের কিশোরী ও এলাকার সুশীল সমাজ। ওইসময় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কারিতাস শ্রীবরদী উপজেলা কো-অর্ডিনেটর মি. সত্যজিত মৃ। প্রবন্ধ উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র ম্রং এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সমাজ সেবক শুক্কুর আলী, ইউপি সচিব আল আমিন। পরে সমাপনী বক্তব্য প্রদান করেন, প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং। Related posts:নকলায় পরিত্যক্ত বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধারপ্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আলোকলতা বা স্বর্ণলতাঝিনাইগাতীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত Post Views: ৩০১ SHARES শেরপুর বিষয়: