শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত ৩ আসামী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিন আসামীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১০ ও ১১ নভেম্বর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নির্দেশে জেলা পুলিশের নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের দিক নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন, এসআই মোফাখখির উদ্দিন, এসআই নাজমুল হাসান ও এএসআই জোবায়েদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো উপজেলার বীরবান্দা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে আলম হোসেন (৪২), ভায়াডাঙ্গা বিলভরট গ্রামের মৃত আবু সাইদের ছেলে আহাম্মদ আলী (৩৮) ও পৌরশহরের সেকদি এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুল কালাম (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলম হোসেন, আহাম্মদ আলী, আবুল কালাম পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযানে নামে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সিআর মামলা নং-২৮/০৯, যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বাস চালাক আলম হোসেনকে ঢাকার আব্দুল্লাহপুর, সিআর মামলা নং/১২৬/১৪, সাভারের এজেআই গ্রুপ অব কোম্পানির কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কর্মরত আহাম্মদ আলী ও পারিবারিক মামলা নং- ৩৮/১৯ এর তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী আবুল কালামকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে আটক করা হয়। পরে ১১ নভেম্বর রাতে শ্রীবরদী থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবত ঢাকার বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শেরপুর কোর্টে প্রেরণ করেছে। Related posts:নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি সামাদ, সম্পাদক সুজন নির্বাচিতশ্রীবরদীর ভায়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণঝিনাইগাতীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন Post Views: ২৬৩ SHARES শেরপুর বিষয়: