শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৮ নভেম্বর বুধবার বিকালে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান। ওইসময় ঝগড়ারচর বাজারে মাস্ক পরিধান না করার অপরাধে ৩ জনের কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গরু হাট এলাকায় মাস্ক পরিধান করার জন্য মাইকিং করা হয়। পরে ঝগড়ারচর বাজারের তকদীর হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান বলেন, করোনা বিস্তার রোধে সরকারি বিধি অনুযায়ী মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক পরিধান নিশ্চিত করতে শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। করোনা মোকাবেলায় সচেতনতার বিকল্প নাই। Related posts:নকলায় রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণঝিনাইগাতীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানীময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সোহেল রানা Post Views: ২৪৬ SHARES শেরপুর বিষয়: