সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অপূর্ব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ বিনোদন ডেস্ক : অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ (১১ নভেম্বর) বুধবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে গণমাধ্যকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু। তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হয়ে বাসার ফেরার খবর অপূর্ব নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছন। সেই সঙ্গে এই কঠিন সময়ে যারা তার পাশে থেকেছ্নে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তবে অপূর্ব বাসায় ফিরলেও এখনও করোনা মুক্ত কিনা সেটা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। আগামী শুক্রবার আবার তার করোনা পরীক্ষা করানো হবে। এরপরই জানা যাবে তিনি করোনামুক্ত কিনা। এর আগে গত ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে। তারও একদিন আগে করোনা পজেটিভ ফল হাতে পান এই অভিনেতা। গত ১ নভেম্বর থেকে জ্বরে ভুগছিলেন তিনি। Related posts:‘বাজার গরম’ দিয়ে আবারও ভাইরাল আলী হাসানআবারও বিয়ে করলেন নিলয়বাংলাদেশে আসছেন বলিউড বাদশা Post Views: ৩৫১ SHARES বিনোদন বিষয়: