৬ মাসের সাজা থেকে বাঁচতে পালিয়ে রইলেন ১৬ বছর! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ৬ মাসের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন নজরুল ইসলাম (৪৫) নামে এক আসামি। ১৫ নভেম্বর রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। নজরুল ইসলাম উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম শমশ্চুড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা নজরুল ইসলামের নামে ২০০৪ সালে একটি চুরির মামলা হয়। ওই মামলায় আদালত তাঁকে ৬ মাসের কারাদণ্ড দেন। সাজার ভয়ে নজরুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর রবিবার বিকেলে তিনি স্বেচ্ছায় শেরপুরের নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করেন পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মো. পুলিশ জানায়, চুরির মামলায় ২০০৪ সালে নজরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। সাজার খাটার ভয়ে এলাকা ছেড়ে তিনি মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে ফেনীতে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি লেবারের কাজ সহ নানা কাজ করতেন। দ্বিতীয় বিয়েও করেছেন সেখানে। সেই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান আছে তাঁর। পরে তার বৃদ্ধ বাবা-মায়ের অনুরোধে সে তার ভুল বুঝতে পেরে পুলিশের কাছে ধরা দেন। Related posts:ঈদকে সামনে রেখে শ্রীবরদীতে পুলিশের মতবিনিময়ঝিনাইগাতীতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলো সোনালী ব্যাংকবিএনপির অবরোধ কর্মসূচি: আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নকলায় জনজীবন স্বাভাবিক Post Views: ২৭৭ SHARES শেরপুর বিষয়: