ঝিানইগাতীতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ “মাস্ক পরিধান করুন, সেবা নিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে আগত ভূমি সেবাগ্রহীতাদের মধ্যে করোনাভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালিয়ে মাস্ক বিতরণ করলেন ঝিনাইগাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
এ প্রসঙ্গে এসিল্যান্ড জয়নাল আবেদীন বলেন, করোনা দ্বিতীয় ধাপ ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামের সাধারন মানুষ এ ব্যাপারে খুবই উদাসীন। তিনি ৯ নভেম্বর সোমবার ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা মাস্ক বিহীন শতাধিক মানুষদের হাতে মাস্ক তুলে দেন। সেই সাথে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে বের হওয়ার পরামর্শ দেন।