শেরপুরে ৩৭তম শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখার আয়োজনে ও শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এর সহযোগিতায় ১৪ নভেম্বর শনিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে শিক্ষানবিশ ৩৭ তম ব্যাচ সাব-ইন্সপেক্টরদের প্রশিক্ষণের অংশ হিসেবে বিতর্ক, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার, কাজী আশরাফুল আজিম পিপিএম। ওইসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতিতে কথা বলতে হয়। তাই এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফেরদৌস আহমেদ, বিশেষ শাখার ইন্সপেক্টর ডিআইও-১ আবুল বাশার মিয়া উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক, শাহ্ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সাংগঠনিক সম্পাদক শুভংকর সাহা ও সোহাগী আক্তার।