জামালপুরে সাধারন মানুষের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

জামালপুর প্রতিনিধি : জামালপুর দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রামরোধে জেলা প্রশাসান মাস্ক বিতরণ করেছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে শহরের ফৌজদারি মোড়ে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ওই মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), উপ-পরিচাক স্থানীয় সরকার বিভাগ মো.কবীর উদ্দন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ। মাস্ক বিতরন অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন পিপিএম (বার) জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। কোভিড-১৯ সংক্রমণরোধে জনসচেতনতা জরুরী। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ সংক্রমণরোধ করা সম্ভব না। কোভিড-১৯ সংক্রমণরোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে সকলকেই মাস্ক পড়তে হবে। কোভিড-১৯ সংক্রমণরোধে মাস্ক পড়ার বিকল্প নেই। সকরার ঘোষিত নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসনের মাস্ক বিতরন অব্যাহত থাকবে। এ ছাড়াও কারো যদি মাস্ক প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের হট লাইনে ফোন দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হবে।