চুক্তিতে আরও দুই বছর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিতে আরও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি থেকে পরবর্তী ২ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করে আদেশও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকাকালে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়। Related posts:সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণাকক্সবাজারের বিমান ঘাঁটিতে হামলার বিষয়ে বিস্তারিত জানাল আইএসপিআর Post Views: ৩১৭ SHARES জাতীয় বিষয়: