জামালপুরে জাল সার্টিফিকেট কারিগর গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ থেকে হযরত আলী (২৭) নামে এক জাল সার্টিফিকেট তৈরির কারিগরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার এম.এম. সবুজ রানা ওই তথ্য জানিয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারগঞ্জের বালিজুড়ি বাজারের সুমাইয়া ডিজিটাল কালার ল্যাব এন্ড ইন্টারনেটের দোকান থেকে জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা পাশের জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ জাল কারিগর হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। হযরত আলী দক্ষিণ চরপাকদহ গ্রামের কিসমত আলীর ছেলে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, গোপনে সংবাদ পেয়ে সুমাইয়া ডিজিটাল কালার ল্যাব এন্ড ইন্টারনেটের দোকানে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪টি জাল জাতীয় পরিচয়পত্র, এসএসসি পাশের ৯টি, কওমী মাদ্রাসার ২টি ও কারিগরি শিক্ষাবোর্ডের ১টি জাল সার্টিফিকেট এবং ১টি জাল জন্মসনদ উদ্ধার করা হয়। সেই সঙ্গে জাল সার্টিফিকেট তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার জব্দ করা হয়। জাল সার্টিফিকেট তৈরির অপরাধে হযরত আলীকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে। Related posts:জামালপুরে উদীচী শিল্পীগোষ্ঠির উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধনসরিষাবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সেলাইমেশিন দিলেন তথ্য প্রতিমন্ত্রীদেওয়ানগঞ্জ - ঢাকা গামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নতুন কোচ উদ্বোধন Post Views: ২৬৩ SHARES সারা বাংলা বিষয়: