ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যসহ ২ জনের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১ সাবেক ইউপি সদস্যসহ ২ মাদক সেবীর বিনাশ্রম ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এরা হলো উপজেলার হাসলিগাঁও গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র চাঁন মিয়া (৬০) ও হাতীবান্দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া (৫০), ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে উভয়কে ভ্রম্যমান আদালত বিনাশ্রম তিন মাসের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল ও পরিদর্শক এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ'লীগের লিটন ও বাক্কার দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিতশেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ Post Views: ২৬২ SHARES শেরপুর বিষয়: