ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল, গুলিসহ এক ব্যক্তি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় ২৯ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে জামালপুর র্যাব-১৪ ক্যাম্পের অভিযানিক দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও নগদ ১৮৭২ টাকাসহ মোঃ নাঈম সরকার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত অস্ত্রধারী মোঃ নাঈম সরকার গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার পুবাইল গ্রামের মৃত ইমরান সরকারের ছেলে। র্যাব-১৪ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নাঈম সরকারকে আটক করে। পরে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও নগদ ১৮৭২ টাকাসহ মোঃ নাঈম সরকারকে গ্রেফতার করে। এব্যাপারে র্যাব-১৪ সদস্যরা মোঃ নাঈম সরকারকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে এবং র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। Related posts:শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণশেরপুরে লকডাউন চলাকালীন সময়ে দোকানপাট চালুর বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভাশেরপুরে র্যাবের পৃথক অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ৪ Post Views: ২০৭ SHARES শেরপুর বিষয়: