ঝিনাইগাতীতে শুভ বড়দিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন” পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে কেক কাটা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয়। কেক কাটার শুভ উদ্বোধন করেন, ফাদার সুবল কুজুর সিএসসি। এসময় খ্রীষ্টান ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনটি পালন উপলক্ষে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীসহ ১৮টি গীর্জা সাজ সাজ রব পড়ে যায়। যীশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়ি বাড়ি চলে নগরকীর্তন। বড়দিনকে ঘিরে অতিথিদের আপ্যায়ন করতে বাড়ির গৃহিণীরা ছিলেন ব্যস্ত। সমাজে মানুষে-মানুষে শান্তি স্থাপনের বার্তা নিয়ে উপসনালয় গুলোতে চলে প্রার্থনা। মরিয়মনগর ধর্মপল্লীর গীর্জায় প্রার্থনা পরিচালনা করেন, পুরোহিত সুবল কুজুর সিএসসি। বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে সরকারি সাহায্য-সহযোগীতার পাশাপাশি দিনব্যাপী খ্রীষ্টান ধর্মপল্লী গুলোতে নেয়া হয়েছিল পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও, ছোট গজনী, ডেফলাই, নওকুচী ও বাকাকুড়া গ্রামে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করেছে আদিবাসীরা। Related posts:নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ কিশোর গ্রেফতারজেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন নালিতাবাড়ীর মোকছেদুর রহমান লেবুঝিনাইগাতীতে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Post Views: ২৪৩ SHARES শেরপুর বিষয়: