ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমানের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপে মাস্ক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ “মাস্ক পড়ুন, নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপে মাস্ক বিতরণ করা হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী থানা মোড় এলাকায় আগত পথচারীদের মাধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। ওইসময় ওসি পথচারীদেরকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পথচরীদের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দেন। মাস্ক বিতরণ কালে সার্বিক সহযোগিতা করেন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি শেরপুর) জোন লিডার আসাদ মিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মীগণ। এসময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, করোনা দ্বিতীয় ধাপ ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রামের সাধারন মানুষ এ ব্যাপারে খুবই উদাসীন। তাই গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে ঝিনাইগাতী থানা মোড় এলাকায় আগত পথচারীদের মধ্যে মাস্ক বিহীন কয়েক শতাধিক মানুষদের হাতে মাস্ক তুলে দেন তিনি। সেই সাথে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরিধান করে ঘরের বাহিরে বের হওয়ার পরামর্শ দেন। Related posts:নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবাআজ প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১১তম মৃত্যুবার্ষিকীশেরপুরে সদর থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার Post Views: ৩২১ SHARES শেরপুর বিষয়: