নকলায় কৃষকদের সাথে কৃষি মন্ত্রণালয় সচিবের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সমলয়ে বোরো ধান চাষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আলহাজ্ব কৃষিবিদ মো: আসাদুল্লাহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক কৃষিবিদ মো: আব্দুল মাজেদ, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দরা স্থানীয় বিভিন্ন বোরো ধানের বীজতলা ও বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: মেসবাহুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সচিব, অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাকে নকলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান।