নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ড্রেজার ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর বুরুঙ্গা ও পলাশিকুড়া মৌজায় নিষিদ্ধ সীমানার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। শনিবার জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম ওইসব স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন জব্দ করে তা ধ্বংস করা হয়। ওইসময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। Related posts:শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি, অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বরনকলায় ইসরাইলি হামলার প্রতিবাদে জমঈয়তের মানববন্ধন ও বিক্ষোভপাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : তেজগাঁও জোনের ডিসি হারুন Post Views: ৩৩৪ SHARES Uncategorized বিষয়: