নালিতাবাড়ীতে ট্রাক-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলাতে ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের রাজনগর এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে শফিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন ৫ জন। নিহত শফিউদ্দিন নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ওই সড়ক দিয়ে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ওই ট্রলি ও ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। উল্টে যায় বালুবাহী ট্রাকটিও। এ ঘটনায় আত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফিরে আসা অটোযাত্রী রাজনগর গ্রামের বৃদ্ধ শফিউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অটোচালকসহ আরও ৪-৫ জন। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। Related posts:নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহতশেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাশেরপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু Post Views: ২৭০ SHARES শেরপুর বিষয়: