নালিতাবাড়ীতে দেশীয় অর্গানিক পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ সেমিনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় সভাকক্ষে দেশীয় অর্গানিক পণ্য ব্যবহারে দিনব্যাপী এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার ওই উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড এই হেলথ সেমিনারের পক্ষ হতে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পরিচালক (অপারেশন) দিপঙ্কর দেবনাথ দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদত হোসেন সাদী, জিয়াউর রহমান মামুন, আমিনুল ইসলাম বাবুল। প্রশিক্ষণ প্রদান করেন সঞ্জয় রায়। দিনের দুই সেশনে প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন। এসময় কর্মকর্তারা জানান, দেশীয় প্রাকৃতিক পণ্য ব্যবহার করে কিভাবে সুস্থ্য থাকা যায় এসব বিষয়ে অংশগ্রহনকারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। Related posts:শেরপুরে মরহুম মানিক মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতনকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল একই পরিবারের ২ জনের মৃত্যুনালিতাবাড়ীতে ভারতীয় মদসহ আটক ২ Post Views: ২৪৫ SHARES শেরপুর বিষয়: