বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা যুবলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী নেতা গোলাম মোস্তফা, একেএম বেলায়েত হোসেন প্রমুখ। উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। Related posts:শেরপুরবাসীকে সাবেক এমপি শ্যামলীর ঈদুল ফিতরের শুভেচ্ছাশ্রীবরদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণনালিতাবাড়ীতে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার Post Views: ৩৭৩ SHARES শেরপুর বিষয়: