বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যানি সুরাইয়া মিলোজ। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. সাইফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের নেতা আবু তারেক, মো. রেজুয়ান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত দেশদ্রোহীদের প্রতিরোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশকে এগিয়ে নেয়ার শপথ গ্রহণ করেন। সমাবেশে জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি প্রদানশেরপুরে প্রথমবারের মতো হতে যাচ্ছে পুনাক শিল্প ও পণ্য মেলাশেরপুরে সীমান্ত জনপদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Post Views: ১৯৮ SHARES শেরপুর বিষয়: