বড়দিন উপলক্ষে ‘হামলার হুমকি না থাকলেও গির্জায় চার স্তরের নিরাপত্তা’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ শ্যামলীনিউজ ডেস্ক : বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি না থাকলেও গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তবে তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে উগ্রবাদীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই। রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জার ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।’ Related posts:সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীরআজারবাইজানের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি হচ্ছেচতুর্থ ধাপের ভোটে আওয়ামী লীগের ৪৬ জয়, বিএনপির ১ Post Views: ১৯৩ SHARES জাতীয় বিষয়: