মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে ৫০ ভূমিহীন পরিবার পাচ্ছে পাকা ঘর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ হারুন অর রশিদ দুদু : মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ চলছে। গৃহ নির্মাণ কর্মসূচি প্রকল্পের কার্যক্রম (গৃহহীনদের নির্মাণাধীন ঘর) শনিবার বিকেলে পরিদর্শন করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) (অতিরিক্ত সচিব) মোঃ খলিলুর রহমান। ওইসময় তিনি ঘরের কাজের গুণগত মান ভালো হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান ও জনপ্রতিনিধিগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বাকাকুড়া, জরাকুড়া, হলদীগ্রাম ও গজারীকুড়া গ্রামে ৫০ ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহ নির্মাণের ওইসব কাজ তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। Related posts:গজনী অবকাশে পর্যটন মোটেল নির্মাণের স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিবশেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জন গ্রেফতারঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু Post Views: ৩৪৭ SHARES শেরপুর বিষয়: