শান্তিপূর্ণভাবে ১ম দফা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে: ইসি সচিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, শান্তিপূর্ণভাবে ১ম দফায় ২৪ পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান কমিশন সচিব। ২৮ ডিসেম্বর সোমবার ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সাংবাদিকদের এ কথা জানান তিনি। দেশের ২৪ পৌরসভায় সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা। এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা। Related posts:এবার ২৬ জেলায় নতুন পুলিশ সুপারআশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২৫আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা বেড়েছে: সিইসি Post Views: ১৬৯ SHARES জাতীয় বিষয়: