শিশু মাবিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়ালো শেরপুর জেলা প্রশাসন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাথার পিছনে টিউমারে আক্রান্ত ফুটফুটে শিশু মাবিয়ার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। ২২ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় শিশু মাবিয়ার মায়ের হাতে নগদ অর্থ, দু’টি কম্বল, মাস্ক এবং খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি মাবিয়ার অসুখ এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন এবং চিকিৎসার ক্ষেত্রে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। জানা যায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া গ্রামের রিক্সাচালক জমির উদ্দিনের একমাত্র কন্যা মাবিয়া মাথার পিছনে টিউমার নিয়ে জন্ম নেয়। বর্তমানে সাড়ে ৬ মাস বয়সী শিশু মাবিয়ার জন্মের সময় টিউমারটি ছোট থাকলেও দিনে দিনে ক্রমেই মাথার চেয়ে বড় আকার ধারণ করে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখানোর পর দ্রুত চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এজন্য প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা। দরিদ্র রিক্সাচালক বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় সমাজের বিত্তবান মানুষের প্রতি সহায়তার আকুতি জানান তিনি। পরে ফেসবুকে এই আকুতি দেখে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব তার প্রতি সহযোগিতার হাত বাড়ান। ফুটফুটে অবুঝ শিশু মাবিয়ার চিকিৎসায় সহযোগিতা দিতে চাইলে তার মা’র মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল-০১৯৫১-০৮১৪৯২ বিকাশ (পারসোনাল)। Related posts:শ্রীবরদীতে ৪ দফা দাবিতে কেমিস্টস এন্ড ড্রাগিস্টিস সমিতির মানববন্ধনশেরপুরের বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজিমুল হকের ইন্তেকালঝিনাইগাতীতে শিশু মেলা উদ্বোধন Post Views: ৩৫৬ SHARES শেরপুর বিষয়: