শেরপুরের ঝিনাইগাতীতে ইয়াবা রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বাড়িতে ইয়াবা রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই। ১৯ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভারুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ফেঁসে যাওয়ারা হলেন নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে শাহজাহান (৩৮) ও ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের ছাবের আলীর ছেলে নলকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মতিন (৪০)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভারুয়া গ্রামের আলহাজ্ব হাইজ উদ্দিনের ছেলে সমাজসেবক নুরুল ইসলামকে ফাঁসাতে একই গ্রামের আব্দুল মতিন শাহজাহানের যোগসাজসে ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে লাকি নামে এক নারীর মাধ্যমে বাড়িতে ৫০ পিস ইয়াবা রেখে আসে। পরে নুরুল ইসলামের বাড়িতে ইয়াবা আছে মর্মে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ইয়াবাসহ নুরুল ইসলামকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের বিচক্ষণতায় ঘটনার মোড় নেয় সন্ধানদাতাদের দিকে। তদন্তে জমিসংক্রান্ত বিরোধে ইয়াবা দিয়ে ফাঁসানোর বিষয়টি বেরিয়ে এলে সন্ধ্যার পর পুলিশ আভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার ভারপাপ্ত কর্মকর্তা মোহম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শাজাহানকে নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সেইসাথে নির্দোষ নুরুল ইসলামকে অব্যাহতির বিষয়ে আদালতকে অবহিত করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কর্মশালা অনুষ্ঠিতনালিতাবাড়ীতে কর্মহীন ট্রাক চালক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণবর্ষসেরা ফটোগ্রাফার হলেন শেরপুরের আলোকচিত্রী-সাংবাদিক মুগনিউর রহমান মনি Post Views: ৪০৫ SHARES শেরপুর বিষয়: