শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় শিশু নিহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় সুবর্ণা আক্তার (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুবর্ণা স্থানীয় হোসেন আলীর কন্যা। জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তার মোড় ছায়া গাছতলা এলাকা দিয়ে রাস্তা পাড় হচ্ছিল শিশু সুবর্ণা আক্তার। ওইসময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সুবর্ণা। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে পাশের সন্যাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। Related posts:নকলার হাসান নালিতাবাড়ী গণগ্রন্থাগারের পাঠ প্রতিযোগিতায় প্রথমকোদালের কোপে নিহত হয় শিশু আলী হোসেন, রহস্য উদঘাটন, গ্রেফতার ১শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েও বাড়িতে আছেন : শ্রীবরদীতে নাদেল Post Views: ৩২১ SHARES শেরপুর বিষয়: