শেরপুরের শ্রীবরদীতে ইটভাটা পাহারাদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ইটভাটার পাহারাদার সোহেল মিয়া ওরফে বাবুকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে শ্রীবরদী-নিলক্ষিয়া সড়কের কিয়ামতলী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত বাবু’র মা খোদেজা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে দ্রুত তাদের ফাঁসির দাবী করছি। বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ইউপি সদস্য আইয়ুব আলী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজল হক সবুজ, যুবলীগ নেতা দেলোয়ার জাহান শরীফ, নিহতের স্ত্রী ইয়াসমিন, ভাই ছামিউল ইসলাম, আব্দুল হাকিম, ছোট বোন শাবানা প্রমুখ। এসময় কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। উল্লেখ্য, জালাল উদ্দিন বিক্সসের পাহারাদার সোহেল মিয়া উরফে বাবু গত ২৪ নভেম্বর নিখোঁজ হয়। পরে ২৮ নভেম্বর ওই ইটভাটার অদূরে রাস্তার পাশের ধান ক্ষেতের ডোবায় তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত বাবুর পিতা গোলাপ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে এজহার নামীয় ৩ জন আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। Related posts:নকলায় হেফাজতে ইসলাম পৌর কমিটি গঠন: সভাপতি তোফায়েল, সা.সম্পাদক ইসমাঈলশেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের ইন্তেকালশেরপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার Post Views: ৩৫৭ SHARES শেরপুর বিষয়: