শেরপুরে অগ্নিকান্ডে নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার ৬নং চরের সাবেক চেয়ারম্যান নওয়াব আলীর বাড়ীতে এক অগ্নিকান্ডে ৩টি পরিবারের নগদ ৩লক্ষ টাকাসহ কমপক্ষে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, ফ্রীজের সর্ট সার্কিট থেকে আজ ৩ ডিসেম্বর ভোরে সদর উপজেলার ৬নং চরস্থ ১নং কামারেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলীর বাড়ীর শ্যামল মিয়ার ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করলেও মাঝখানে নদী থাকায় তাদের পক্ষে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তাই স্থানীয় লোকজন অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই বাড়ির শরিফ মিয়ার নগদ ২ লক্ষ ১০ হাজার টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল, আ: আজিজের নগদ ৯০ হাজার টাকাসহ ৫লক্ষাধিক টাকার মালামাল ও শ্যামল মিয়ার ২লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়। এছাড়াও আংশিক ক্ষতি হয়েছে আরো ১০টি পরিবারের। এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান নওয়াব আলী জানান, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে না পারায় অনেক ক্ষতি হয়েছে। তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। Related posts:নকলায় ইউপি নির্বাচনে পৌর মেয়রের হাতে সাংবাদিক লাঞ্ছিত, প্রতিবাদে সড়ক অবরোধঝিনাইগাতীতে রাবার ড্যাম প্রকল্পের সদস্যবৃন্দদেরকে কৃষি বিষয়ক প্রশিক্ষণকাদাযুক্ত রাস্তায় বালু ফেলে চলাচল উপযোগী করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ Post Views: ২৭৮ SHARES শেরপুর বিষয়: