শেরপুরে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই খেলায় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এসআর লাইনস বালুরঘাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লিটন অটো জিগজাগ ব্রিকসের স্বত্বাধিকারী ও যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় এবং ফসিহ উল্ উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র কোচ ও ফুটবলার সাধন বসাক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, টূর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই খেলায় ধারা বিবরণীতে ছিলেন রাশেদ নাজিব ও সাহাদৎ মাস্টার। টুর্ণামেন্টে ম্যাচ সেরা হয় এসআর লাইনস বালুরঘাটের ডিফেন্ডার শাওন, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পায় একই সংগঠনের শাহরিয়ার শাকির, ম্যান অব দি টুর্ণামেন্ট নির্বাচিত হয় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবের নাঈম, সেরা গোলকিপার হয় উত্তর নামা পাড়া স্পোর্টিং ক্লাবের গোলকিপার তুষার, ফেয়ার টিম নির্বাচিত হয় যোগিনীমুরা যুব সংঘ ফুটবল একাদশ, ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয় একই ক্লাবের সাধন। Related posts:শেরপুরে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকঝিনাইগাতীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানাঝিনাইগাতীতে রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ৩৬৫ SHARES খেলাধুলা বিষয়: