শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসেভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধা থেকে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবার এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।