৩ হাজারেরও বেশি মানুষের ইসলাম গ্রহণ আমিরাতে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বে ধর্ম চর্চা নিয়ে আগ্রহ বেড়েছে ঘরবন্দী মানুষের। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজারেরও বেশি অমুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের খবর পাওয়া গেল। দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদ পত্রিকা খালিজ টাইমস এ খবর জানিয়েছে। এ বছর ৩ হাজার ১৮৪ জন ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচারাল। তিনি এক ঘোষণায় জানায়, করোনা পরিস্থিতির কারণে অনলাইনে এসব মানুষ ধর্মান্তরিত হয়েছে। ইসলামিক কালচারাল সেন্টারটির ডিরেক্টর হিন্দ মোহাম্মদ লুতাহ জানান, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ভিন্ন বিশ্বাসীদের মধ্যে ইসলামের মহান নীতিগুলো ছড়িয়ে দেবে। Related posts:৩৬৯ ফিলিস্তিনির বিনিময়ে ৩ ইসরায়েলির মুক্তি আজরোহিঙ্গাদের যুদ্ধে যেতে বাধ্য করছে মিয়ানমারের জান্তাগণতন্ত্রের জন্য হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম : এরদোয়ান Post Views: ৪০০ SHARES আন্তর্জাতিক বিষয়: