বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো মা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মাদকের টাকা দিতে না পেরে অবশেষে অতিষ্ঠ হয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় ছেলে আনোয়ার হোসেন (২২) কে পুলিশের হাতে ধরিয়ে দিল মা। পরে বিচারে তাকে ৬ মাসের দণ্ডদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করে ভ্রাম্যমান আদালত।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে।
মা মনোয়ার বেগম জানান, দীর্ঘদিন যাবত মাদকের জন্য চাপ দিতে থাকে। টাকা না দিলেই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙ্গে ফেলে। শনিবার সকাল থেকেই টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না দেওয়ায় ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙ্গে ফেলেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুনমুন জাহান লিজা বিনোদরচর এলাকায় ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে মাদকাসক্ত আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জামালপুর জেল হাজতে প্রেরণ করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।