শ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটসের ১৭৪তম ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ স্কাউটসের ১৭৪তম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার এ.পি.পি ইনস্টিটিশনের হল রুমে দিনব্যাপী ওই ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার সভাপতি নিলুফা আক্তার। বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার ব্যবস্থাপনায় ওই দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
ওইসময় সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার সম্পাদক মো: রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলার সহকারী কমিশনার মো: হাবিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস শ্রীবরদী উপজেলার সম্পাদক আলহাজ্ব মো: নুর হোসেন, কমিশনার শফিউল ইসলাম, কোর্স লিডার আবুল হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর, শ্রীবরদী এ.পি.পি. আই এর প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষক অংশ গ্রহণ করেন। এক দিনের এ কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ পত্র দেয়া হবে।